নিজস্ব প্রতিনিধি: অবরোধের ঘোষণা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে রাস্তা ছাড়লো শিক্ষার্থীরা।রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় তারা আবারও রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে এ ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীরা জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিতে তাদের কিছু নির্দিষ্ট দাবি আছে। আগামীকাল সব দাবিগুলো উপস্থাপন করা হবে। প্রতিটি কলেজ থেকে আরও বেশি করে শিক্ষার্থী নিয়ে আগামীকাল মাঠে নামবে তারা।
খিলগাঁও মডেল কলেজের এক শিক্ষার্থী জানায়, আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি আছে। রাজধানীতে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে আমরা সারাদেশেই ভাড়া হাফ করার দাবি জানাই। আমাদের আরও দাবি আছে। সবকিছু গুছিয়ে আগামীকাল বেলা ১১টায় আবারও মাঠে নামবো।
এসময় আন্দোলন সফল করতে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে তারা।
সময় জার্নাল/এলআর