বিনোদন ডেস্ক: রণবীর সিং এর ‘৮৩’র ট্রেলারে টানটান উত্তেজনা। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিলো কবির খান পরিচালিত ‘৮৩’। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বেশ কয়েকবার পিছিয়ে যায় ছবিটির মুক্তির তারিখ। তাছাড়া ছবিটির নির্মাতা কবীর খান স্পষ্ট জানিয়েছিলেন, এই ছবি কোনওভাবেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবেন না তিনি। কারণ, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে তৈনি এই বায়োপিক শুধুমাত্র বড়পর্দার জন্যই।
দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছিলো ‘৮৩’ ট্রেলার। আজ (৩০ নভেম্বর) প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। নির্মাতা কেনো ছবিটি শুধুমাত্র বড়পর্দাতেই মুক্তি দিতে চাইছেন ট্রেলার প্রকাশের পর তার হদিশ মিলল।
‘৮৩’তে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। ছবিতে নিজের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য শুধু চেহারার পরিবর্তন নয়, ক্রিকেট খেলার প্রশিক্ষণও নিয়েছিলেন বলিউডের এই তারকা। কপিল দেবের বিখ্যাত নটরাজ শটকে হুবহু নকল করছেন রণবীর। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘৮৩’। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কান্নাড়া ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এটি।
সময় জার্নাল/এলআর