আব্দুল্লাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদের মধ্যে ২জন কিশোর রয়েছে।
আটককৃতরা হলো সেনবাগ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো. সোহেল (১৮) বেগমগঞ্জ উপজেলার নুর মোহাম্মদের ছেলে মো.জহিরুল ইসলাম (১৮) একই উপজেলার হারুনুর রশীদ ছেলে ফিরোজ আহম্মদ (১৫) ও আবুল খায়েরের ছেলে মো.নেয়ামত উল্যাহ (১৬)।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ৪আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঞারহাট থেকে ৪জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ গ্রেফতারকৃত ৪ আসামি ওই স্থানে সন্ত্রাসী কার্যক্রম করতে অবস্থান নেয়। বিষয়টি টের তারা তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে কিরিচ, ছোরা,ব্লেড জব্দ করে পুলিশ।
সময় জার্নাল/এলআর