সেলিম আহমদ তালুকদার,সুনামগঞ্জ : জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী পয়েন্টে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ সভাপতি অ্যাড.মলিক মঈন সুহেল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মোনাজ্জির হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড.কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সেচ্ছা সেবক দলের সভাপতি শামসুজ্জামান,
সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঐ সরকার শাল্লার নোয়াগাঁও সংখ্যালঘু গ্রামকে সুরক্ষা দিতে পারেনি বলে সুনামগঞ্জে ঐ ঘটনাকে দামাচাপা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলা দায়ের করেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সময় জার্নাল/এমআই