সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট (ফেসাল ইমিউনোকেমিকেল টেস্ট-ফিট) শুরু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ টেস্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট বাংলাদেশে এখনও তেমন কোনো জায়গায় হয় না। দুই এক জায়গায় হলেও দাম অনেক বেশী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরী মেডিসিন বিভাগ অতি অল্প মূল্যে এই টেস্টটি করার উদ্যোগ নিয়েছে। এতে করে গরীব রোগীদের অনেক উপকার হবে এবং বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কোনো ধরনের কাটাছেড়া ছাড়াই শুধুমাত্র স্টুল পরীক্ষার মাধ্যমে এই টেস্টটি সম্পন্ন করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাসেবা সাথে সাথে কোনো পরীক্ষা-নিরীক্ষা যাতে দেশের বাইরে করাতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষায় বিদেশ নির্ভরতা শূণ্যের কোটায় নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন রোগ নির্ণয়ের সব ধরণের আধুনিক পরীক্ষা-নিরীক্ষার করার কার্যকরী উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট চালু হওয়া মুজিববর্ষে স্বাস্থ্যখাতের একটি উল্লেখযোগ্য অর্জন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে যৌথ সভাপতিত্ব করেন ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল ও কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহাদাত হোসেন সেখ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবু তাহের প্রমুখ।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল