রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে মৎস্য খামারীদের রেণু, পোনা ও আধুনিক মৎস্য চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বুধবার সকালে কুড়িগ্রামের রাজারাহাট উপজেলার মৎস্য চেতনা হ্যাচারী প্রাঙ্গণে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, অক্সফ্যাম জিবির মৎস্য বিশেষজ্ঞ আবরার হোসেন, মনিরুজ্জামান এবং মৎস্য চেতনা হ্যাচারীর পরিচালক ইসহাক আলীসহ অন্যান্যরা।
বেসরকারী উন্নয়ন সংগঠন অক্সফ্যামের সহযোগিতায় জেলার ৯টি উপজেলার অর্ধশতাধিক মৎস্য চাষী এই প্রশিক্ষনে অংশ নেয়। পরে প্রত্যেক প্রশিক্ষনার্থীদের মাঝে মােেছর রেণু বিতরন করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এই প্রশিক্ষণ মৎস্য খামারীদের অনেক উপকারে আসবে। কেন না যুগের সাথে তাল মিলিয়ে তারা শিখানো পদ্ধতি অনুসরন করে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারবে। এতে করে তারা পুর্বের চেয়ে বেশি লাভবান হতে পারবেন।
সময় জার্নাল/এলআর