নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে “প্রতিবন্ধীতা চিহ্নিতকরণ ও প্রতিবন্ধীদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে বের হওয়া র্যালিটি ক্যাম্পাসে বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
র্যালির শুরুতে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সেমিনারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান জনকল্যাণমূলক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের পুনর্বাসন, চিকিৎসা ও তাদের অধিকার নিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য যতটা সম্ভব সহায়তা প্রদান করা হবে।
র্যালিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ এ কেএেম সালেক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক প্রমুখ অংশ নেন।
এমআই