মাহবুবুল হক খান। দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরবর্তী করনীয় বিষয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে ইউএনসিডিএফ’র আওতায় সোলার ই. টেকনোলজি অষ্ট্রেলিয়া, বাংলাদেশ অফিসের তত্বাবধানে পৌরসভার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বিষয়ের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন, সোলার ই. টেকনোলজি অষ্ট্রেলিয়া, বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনা পরিচালক নাইমুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সোলার ই. টেকনোলজি অষ্ট্রেলিয়া’র কনসালটেন্ট ও টিম সদস্য প্রফেসর মাহবুব হাসান ও নাজমুল আলম।
সোলার ই. টেকনোলজি অষ্ট্রেলিয়া’র কনসালটেন্ট ও টিম সদস্য প্রফেসর মাহবুব হাসান বলেন, পৌরসভার বর্জ্যকে সম্পদে পরিণত করতে হবে। এই বর্জ্য দিয়ে বিদ্যুৎ, বায়ো গ্যাস, জৈব সার, জ্বালানী তেল উৎপাদন করা সম্ভব। ফলে একদিকে পৌর এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার হবে, অন্যদিকে ময়লা-আবর্জনাকে একটি সম্পদে পরিণত করে পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহায়ত করবে।
দিনাজপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুলফিকার আলী স্বপন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সানোয়ার হোসেন সরকার বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আব্দুল্লাহ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মতিবুল ইসলাম বিপ্লব, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর হাসিনা বেগম, মাসতুরা বেগম পুতুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী নজমুল আলম, দৈনিক আলোকিত দিনাজপুর প্রত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুবুল হক খান, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের শাখা প্রধান ও পৌরসভা অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সময় জার্নাল/এলআর