কাউসার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্যতম রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন NSTU ব্লাড ব্রিগেড এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. শামসুল আরেফিন।
শুক্রবার ( ৯ মে) সংগঠনটির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন - সহ-সভাপতি তুফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, মো. জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাজমুন নাহার লিমা।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন - ইমতিয়াজ আহমেদ হাসান, ইফতেখার আহমেদ,সায়মা নাজনীন
,কাউসার আহমেদ, মোছা. মাহসুমা খাতুন, সুবায়া আহমেদ, সোজানা রহমান, মো. রাসেল শেখ,ইসমাইল হোসাইন শোভন, মো. কামরুল হাসান মেহেদী, মাহমুদুল হাসান,মো. আসাদুল ইসলাম, আতিয়া আরিফ শ্রেয়া, শিহাব আহমেদ শিমান্ত, মো. হাসনাত তালুকদার লিখন, মমিনুল ইসলাম মোমো, কাজী শফিউল বোশর সামি
নতুন কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সকল নিবেদিত প্রাণ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি শুধু রক্তদানের সংগঠন নয়—আমরা স্বাস্থ্যসেবা ও মানবিক বিভিন্ন কাজেও নিয়োজিত। ব্লাড ব্রিগেড একটি পরিবার, যারা মানুষের পাশে থাকার জন্য নিরলসভাবে কাজ করছে এবং করবে ইন শা আল্লাহ।
তিনি আরো বলেন, সংগঠনের প্রতিটি সদস্যই আমাদের শক্তি। একসাথে আমরা আরো সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবো মানবিক সমাজ গঠনে।"
নোবিপ্রবি ব্লাড ব্রিগেড বিগত বছরগুলোর মতো নতুন কমিটির নেতৃত্বে রক্তদানের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।