মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:
ভারত ও পাকিস্থানের মধ্যে সংঘাতকে ঘিরে সাতক্ষীরার ২০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরী মনোভাব তৈরি হওয়ার কারণে সীমান্ত এলাকায় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে, সীমান্তরক্ষী বাহিনীর টহল জোরদার করায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মাঝে।
বিজিবির দেয়া তথ্য মতে, সাতক্ষীরা জেলা আওতাধীন পাঁচটি উপজেলায় ৩৬ কিলোমিটার ডাঙ্গা ও ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত পথ রয়েছে। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে রয়েছে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শ্যামনগরের নীলডুমুরস্থ ১৭ বিজিবি ব্যাটেলিয়ন। সীমান্তে নীরব নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। একইসাথে এলাকাবাসীও সজাগ রয়েছেন।
সীমান্ত ইউনিয়ন ভোমরার চেয়ারম্যান গাজী ইসরাইল হোসেন জানান, ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। তবে আগে ৫০০ গজ অন্তর একজন বিএসএফ সদস্য দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর অন্তর বিজিবি দেখতে পাওয়া গেছে। যদি বিএসএফ কোন রকম অপতৎপরতা দেখায়, তাহলে বিজিবিকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
সীমান্তের বৈকারীর ইউপি চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল জানান, ভারত-পাকিস্তানের মধ্যে যে বিরোধ চলছে তা কোন ভাবেই কারোর কারো কাম্য নয়। তবে সাতক্ষীরার সীমান্ত এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। প্রথম দিকে সীমান্তে বসবাসকারিদের মধ্যে একটু আতঙ্ক থাকলেও বিজিবির টহল জোরদার করায়
স্থানীয়দেও মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদমান জানান, টহল তৎপরতার জন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ ক্যাপ্টেন মো. আশরাফুল হক জানান, ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সীমান্তের সুরক্ষা জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ ও সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এছাড়া অধিকতর টহল তৎপরতার জন্য সীমান্তে স্বাভাবিকের তুলনায় জনবল বৃদ্ধির পাশাপাশি সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
জেলা কোর কমিটির সভাপতি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। এ জেলার বিপরীতে ভারত অংশের সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সাতক্ষীরা সীমান্তের যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে।
এমআই