মিজানুর রহমান: হকার নির্যাতন, নির্বিচারে হকার আটক, ও পুনর্বাসন এবং জেল জুলুমের প্রতিবাদে উত্তরায় বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার হকার। এসময় হকারা বিক্ষোভ মিছিলে পূনর্বাসনের দাবি সহ নির্বিঘ্নে ব্যবসা করার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা আজমপুর রবীন্দ্র স্মরণী থেকে রাজলক্ষ্মী পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করেন হকাররা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তরা হকার্সলীগের সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সহ হকার নেতারা।
তারা বলেন, যখন তখন হকার উচ্ছেদ করা হচ্ছে, হকাররা গরীব মানুষ। তারা বিভিন্ন সমিতি থেকে কিস্তিতে এবং সুদে টাকা তুলে ফুটপাতে ব্যবসা করে সামান্য আয় হয় তা দিয়ে সংসার চালায় অথচ বিনা কারণে হকারদের আটক করে মামলা দিয়ে চালান দেয়া হচ্ছে। হকার নেতারা বলেন, অধিকাংশ হকাররা এই এলাকার ভোটার। তারা কেউ কেউ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, হকার্সলীগসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের সাথে জড়িত এবং যেকোন রাজনৈতিক কর্মসূচীতে এই হকাররাই অগ্রনী ভূমিকা পালন করে।
হকার নেতাদের দাবি হকাররা কোন অন্যায়ের সাথে জড়িত নয় তারা সকলে কর্ম করে পেট চালায়। তাদের উচ্ছেদ এবং জেল জুলুম না করে প্রতিটি হকারকে পুনর্বাসন করার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ চলাকালে ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: হাবিব হাসান বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে দু’দিনের মধ্যে আলোচনা করে পূনর্বাসন সহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিলে হকাররা বিক্ষোভ তুলে নেন।
সময় জার্নাল/এলআর