এম. পলাশ শরীফ, বাগেরহাট:
৪২ বছর আগে নির্মিত বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ষ্টেডিয়াম ভবনটি এখন বয়সের ভারে ন্যূব্জ। এখন শুধু যে কোন সময় ভেঙ্গে পড়ার অপেক্ষা। জরাজীর্ণ ভবনটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে।
সুস্থ ও সমৃদ্ধশীল জাতি গঠনের লক্ষ্যে ১৯৮০ সালে ১৪ জানুয়ারী এ ভবনের উদ্ধোধন করা হয়। তৎকালীন খুলনা জেলা প্রশাসক এম নূরুল ইসলাম মোরেলগঞ্জ সদরের এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ ভবনটির উদ্ধোধন করেন। এ ভবন নির্মানের পাশাপাশি দর্শকদের বসার জন্য মাঠের চারদিকে ইট সিমেন্টর বেঞ্চ তৈরী করা হয়েছিল।
আন্তঃ জেলা ও উপজেলা বিভিন্ন খেলাধুলার সময় খেলোয়াড়রা এ ভবনটি ব্যবহার করত । এছাড়াও আন্তঃ স্কুল-মাদ্রাসার নানা অনুষ্ঠান ও খেলাধুলায় এ মাঠ ও ষ্টেডিয়াম ব্যবহ্নত হত। কিছুদিন ব্যায়ামাগার হিসেবেও ভবনটি ব্যবহার করা হয়েছে। কিন্তুু কালের বিবর্তে ষ্টেডিয়াম ভবনটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তাও প্রায় ২ যুগের বেশি সময় ধরে এ ভবনটি ব্যবহ্নত হচ্ছেনা। ভবনের দরজা-জানালা, গ্রীল সব যাবতীয় মালামাল ক্রমান্বয়ে বেহাত হয়ে গেছে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম জানান, শরীরিক ও মাসসিক বিকাশে খেলাধূলার বিকল্প নেই। তাই এ ষ্টেডিয়াম ভনটি পুনঃমেরামত একান্ত প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করা হবে।
সময় জার্নাল/এলআর