নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় মজুমদার "দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১" এর বিশ্ববিদ্যালয় রাউন্ডের গ্র্যান্ড ফাইনালে তৃতীয় স্থান অর্জন করেছেন।
২২ শে মার্চ (সোমবার) রাত ৯ টায় দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১"- এর বিশ্ববিদ্যালয় রাউন্ডের গ্র্যান্ড ফাইনালের বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
সারাদেশের মধ্যে গ্র্যান্ড ফাইনালের ৩য় স্থান অধিকার করার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে নোবিপ্রবি শিক্ষার্থী হৃদয় মজুমদার বলেন," সারা বাংলাদেশের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগীদের মধ্যে ৪ রাউন্ড খেলে ২য় রানার্সআপ (৩য় স্থান) হওয়ায় খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। এত সুন্দর এবং শিক্ষণীয় একটি প্রতিযোগিতা আয়োজন করায় ডেইলি স্টারকে অনেক ধন্যবাদ। আশা করি তারা এরকম গঠনমূলক প্রয়াসগুলো অব্যাহত রাখবে।"
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ছড়িয়ে দেওয়া এবং সেই জ্ঞানের আলোকে খুঁজে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগাতে "দ্য ডেইলি স্টার" পত্রিকা "মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২১" এর আয়োজন করে। গত ২১ ফেব্রুয়ারি অনলাইন রাউন্ডের মধ্য দিয়ে প্রাথমিকভাবে সারাদেশ থেকে সাড়ে ৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ১০০ জনকে ২য় রাউন্ডের জন্য বাছাই করা হয়। পরর্বতীতে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা গ্রান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়।
সময় জার্নাল/ইম