সময় জার্নাল প্রতিবেদক : নিরাপদ সড়কের ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানী শাহবাগে কফিন মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রতীকী কফিন নিয়ে শাহবাগে মিছিল করেন রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থানের পর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের দিকে যান শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচির ঘোষণা করে দুপুর দেড়টার দিকে আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বলন ও গানের আসরের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আর আশ্বাস নয়, সড়কে সহপাঠীদের লাশ চাই না, নিরাপদ সড়ক চাই। সারা দেশে হাফ পাস চাই।’
আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী জানান, নিরাপদ সড়কের জন্য তাদের ৯ দফা স্মারকলিপি শিক্ষা অধিদফতর, নৌ মন্ত্রণালয়, রেল ও সড়ক মন্ত্রণালয়কে দেয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রামসহ দেশের ১৫টি জেলায় দাবির স্মারকলিপি দেয়া হচ্ছে।
সময় জার্নাল/এসএ