বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

পেছাল ৭ কলেজের বিষয় ও কলেজ নির্বাচন

রোববার, ডিসেম্বর ৫, ২০২১
পেছাল ৭ কলেজের বিষয় ও কলেজ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষ ভর্তির বিষয় ও কলেজ নির্বাচনের সময় পেছানো হয়েছে। 

অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে স্নাতকপূর্ব ভর্তি ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আজ থেকে সাত কলেজের স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ এবং বিষয় পছন্দ করে আবেদনের কথা থাকলেও তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এই আবেদন শুরু হবে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। 

গত ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৭.৯ শতাংশ।

এ বছর সাত কলেজে তিন ইউনিটে মোট ২৬ হাজার ১৬০টি আসন রয়েছে। বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৬৫০০টি । বাণিজ্য ইউনিটে মোট আসন ৫৩১০টি। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ১৪৩৫০টি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল