আলোর পথিক
এটা একটা গল্প হতে পারে,
একজন সাহসী মানুষের গল্প।
সে —
বহুদূর হেঁটেছিল মরুর উত্তপ্ত বালিয়াড়ি পার হয়ে,
জনপদ থেকে জনপদে ছুটেছিল সত্যের সন্ধানে,
সে ছিলো অসীম এক সত্যান্বেষী!
পিতাকে চিনতো সে, জানতোও,
শুধু পিতার চেতনাটুকু অস্পষ্ট ছিলো,
জীবন বিধানটুকু হয়েছিল ঝাপসা।
ইবরাহীমের সেই ঝাপসা চেতনাটুকু,
প্রকাশ্যে আনতে সে ছুটেছিল।
মক্কার গলি থেকে দামেশকি দরবেশ,
ঘোড়ার খুরের সাথে বালুর ঝড় উড়িয়ে,
সে ছিলো সাহসী এক অভিযাত্রী!
সহস্র উৎসবে, সহস্র বলিদান,
কাবার দেয়াল জুড়ে রক্তের নকশা,
দেবীর বেদীতে এসে সমর্পণের নেশা,
আপন সম্প্রদায় আত্মহারা!
তার ছিলো বিতৃষ্ণা, আরকে আপত্তি,
ওসব কখনো তাকে টানেনি।
চলে ছিলো চিরকাল মিছিলের বিপরীতে,
স্রোতের উল্টো দিকে কাটতো সাঁতার,
সে ছিলো বিপ্লবের মহাবিস্ময়!
প্রিয়তমা হয়ে গেলো অকরুণ বৈরী,
স্বদেশ থেকেই হলো নির্বাসিত।
তবু যেন খুঁজে ফেরে ইবরাহীমের পথ,
স্রস্টাকে চিনবার অমিয় বাণী!
রাসুল পেলো না কোনো, ভ্রান্তিতে বিশ্বাস,
শানিত বিবেক ছিলো চিরাচরিত,
সেইটুকু পুঁজি করে খুঁজে ফেরে তাওহীদ,
সে ছিলো তাওহীদে একনিষ্ঠ!
সত্য খুঁজতে গিয়ে প্রাণ গেলো সাহসীর,
সতন্ত্র উম্মত মহা মানবিক,
চীর বিস্ময়! চীর ঐতিহাসিক!
যায়েদ বিন আমর,
আলোর পথিক তুমি, মুহাম্মাদের ছিলে পূর্বসূরি,
বিস্ময় উম্মতে মুহাম্মাদীর!
(যায়েদ বিন আমর : হযরত মুহাম্মাদ (সাঃ) এর আবির্ভাবের কিছুকাল পূর্বে শুধুমাত্র সত্যের সন্ধানে প্রাণ দেন।
তাঁর বর্ণালী জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এই কবিতা)
শেখ ফাহমিদা নাজনীন
৫ ডিসেম্বর ২০২১।