ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর রেলস্টেশনের অদূরে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবারিয়া রেলগেট ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গতরাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনার পর সকাল সোয়া ৮টার দিকে নাটোর ফায়ার সার্ভিসের কর্মিরা ট্রাকটি লাইন থেকে অপসারণ করলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
নাটোর ফায়ার সার্ভিস জানায়, গত রাত সোয়া ৩টার দিকে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলগেট পার হওয়ার সংকেত পেয়ে গেট নামিয়ে দেয়। এ সময় একটি মিনি ট্রাক গেট কিপার ভেঙ্গে লাইনের ওপর চলে আসে। একই সময় ট্রেন চলে এসে ট্রাকটিকে টেনে হেচরে প্রায় ৫শ গজ দূরে নিয়ে গিয়ে ট্রেন থামিয়ে দেয়।
তবে ট্রেন দেখে ট্রাকের চালক ও হেলপার লাইনের পর ট্রাক ফেলে রেখেই সটকে পড়ে। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে মুচড়ে লাইনের ওপর পড়ে থাকে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ ঘটনায় ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা কয়েক ঘন্টা চেষ্টার পর সকাল সোয়া ৮টার দিকে ট্রাকটি অপসারণ করে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর