মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের ছেড়া তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত মনিরুল ইসলাম মনি (৪৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী ফকিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাঁশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। এসময় বসত ঘর থেকে রান্না ঘরে সংযোগ নেয়া বাঁেশ বাধা বিদ্যুতের তার ছিড়ে পড়ে যায়। বিদ্যুতের ওই ছেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
সময় জার্নাল/এলআর