নিজস্ব প্রতিনিধি: দুপুরের পর মিলতে পারে সূর্যের দেখা, নামবে সতর্ক সংকেত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপের কারণে দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি, দেখা নেই সূর্যের। তবে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরের পর মেঘ অনেকটা কেটে গিয়ে সূযের দেখা মিলতে পারে ঢাকায়। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামতে পারে বলে জানা গেছে।
আবহাওয়াবিদরা এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও শেষে লঘুচাপে পরিণত হয়েছে। এটি লঘুচাপে পরিণত হয়েই বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে। লঘুচাপটিও এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে।
গত দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গত দুদিন ধরে ঢাকায় সূর্যের দেখা মেলেনি। মঙ্গলবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়। তবে বেলা বাড়তেই বৃষ্টি থেকে গেলেও আকাশ মেঘলা রয়েছে।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি ক্ষয়ে লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূলে প্রবেশ করার পর তা গুরুত্বহীন হয়ে গেছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল আছে জানিয়ে তিনি বলেন, ‘দুপুরের দিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হতে পারে।’
সময় জার্নাল/এলআর