শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কুবি'র কলা অনুষদে ছাত্রলীগের সভাপতি আকবর, সম্পাদক কাইয়ুম

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১
কুবি'র কলা অনুষদে ছাত্রলীগের সভাপতি আকবর, সম্পাদক কাইয়ুম

মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বাংলা ১১ তম ব্যাচের শিক্ষার্থী আকবর হোসাইনকে সভাপতি এবং বাংলা ১২ তম ব্যাচের শিক্ষার্থী কাইয়ুম হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন তানবীর আবরার, আব্দুল আলীম, ইয়াসিন খান, আব্দুর রহমান রিফাত, মোহাম্মদ ফজলে রাব্বী, সাইদুল ইসলাম বিজয়; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ নয়ন মিয়া, রাশেদ ইবনে নূর, রাতুল মিয়া, ইসরাত জাহান বন্যা, হিমেল হাসান, আজমীর হোসেন; সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সাইদুল আলম, এনামুল হক, রুবেল মিয়া, ওমর ফারুক সুজন ও তাওহীদ হোসেন সানি।

উল্লেখ্য, কলা অনুষদের এ কমিটি আগামী এক বছর তাদের  দায়িত্ব পালন করবে ও আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল