নিজস্ব প্রতিনিধি: নীলফামারী সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন জন সহ চারজন নিহত হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয়রা জানান, ওই চারজন রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিল। এমন সময় ট্রেন আসলে বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। তারা সবাই কিশোর ছিল বলে জানায় স্থানীয়রা।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সময় জার্নাল/এলআর