ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার গুনাইহাটী মহল্লার আব্দুস সামাদ নামে ৪৮ বছরের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের ভাই খলিলুর রহমান অভিযোগ করে বলেন, ওই এলাকার এহিয়া গত ৫ বছর যাবত সামাদের ৮ বিঘা জমি আবাদ করে আসছে। এ জমির চাষাবাদের টাকা পয়সা লেনদেন নিয়ে দুজনার মধ্যে মন কষাকষি চলছিল। গতকাল মঙ্গলবার সকালে সামাদ তার ওই জমি দেখতে যায়। এ সময় এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর তার পথ রোধ করে জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়।
তবে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান পরস্পর বিরোধী অভিযোগ করে বলেন, ওই গ্রামের মৃত বাছের উদ্দিনের ছেলে আব্দুস সামাদের সাথে একই গ্রামে মহির উদ্দিনের ছেলে এহিয়ার (৪৫) স্ত্রী জাহানারা খাতুনের (৩৮) পরকীয়া সম্পর্ক রয়েছে। এই অভিযোগে গত ২ বছর আগে জাহানারা স্বামীর সাথে সম্পর্ক বিছিন্ন করে, কিন্তু ৩ মাস আগে আবার ঘরে ফিরে। এহিয়ার পরিবারের অভিযোগ তাদের অনৈতিক সম্পর্ক এখনও আছে। এই ঘটনার জেরে মারপিটের এ ঘটনা ঘটেছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, নিহতের ভাই খলিলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সময় জার্নাল/এলআর