সময় জার্নাল প্রতিবেদক : চট্টগ্রামে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় আগুনের এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আতুরার ডিপোর একটি তিন তলা ভবনে পোশাক কারখানার পরিত্যক্ত ঝুট কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশে থাকা আরও কয়েকটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ঝুট কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, এখানে একসঙ্গে কয়েকটি গুদাম রয়েছে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। ঝুট কাপড়ের বিশাল স্তূপ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সময় জার্নাল/এসএ