নিজস্ব প্রতিনিধি: ‘বেগম রোকেয়া দিবস-২০২১’ উদযাপন এবং ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আইন দিয়ে নয়, মানসিকতা পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে এ কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, বেগম রোকেয়া সবসময় নারীদের শিক্ষার জন্য কাজ করে গেছেন। ঘোড়ার গাড়িতে চড়ে পর্দা করেই বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের স্কুলে আনার চেষ্টা করেছেন।
শেখ হাসিনা আরো বলেন, আমাদের একটাই লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু সংসদে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা করেছিলেন, বলেন প্রধানমন্ত্রী।
বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
পদকপ্রাপ্তরা হলেন- নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য কুমিল্লা জেলার অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, নারী অধিকার প্রতিষ্ঠায় যশোরের অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় কুমিল্লার শামসুন্নাহার রহমান পরাণ (মরোণোত্তর), সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় কুষ্টিয়ার গবেষক ড. সারিয়া সুলতানা পেয়েছে এই পদক।
পদকপ্রাপ্তদের তাদের প্রত্যেককে চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র দেয়া হয়।
সময় জার্নাল/এলআর