মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৩ লাখ ৮০ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর-২০২১ তারিখ পর্যন্ত জেলায় ৪ দিনব্যাপী এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে। জেলার ১৩টি উপজেলায় ৩ লাখ ৮০ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ৬৮৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৩৯ হাজার ২১০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচী বাস্তবায়নে মোট ৬ হাজার ৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করবে। এসব মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী (এইচএ) ৩৬৫ জন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী (এফডাব্লুএ) ৪৩৯ জন ও স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫ হাজার ২২৮ জন।
স্বায়ী ১৩টি কেন্দ্র, অস্থায়ী ২ হাজার ৫৮৯টি কেন্দ্র ও অতিরিক্ত ১২টি কেন্দ্রসহ সর্বমোট ২ হাজার ৬১৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে বলে জানান সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচী সাধারণ মানুষের নিকট ব্যাপক প্রচারের জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
এর আগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজাজ-উল-হক। কর্মশালায় দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, ইপিআই সুপারভাইজার মোঃ ইছাম উদ্দীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর