মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
“আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা ইত্যাদি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন, দুদক ও দিনাজপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী, সাধারণ জনগন, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সনাক-টিআইবি এবং মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শরিফুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ঈমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেটেলম্যান্ট অফিসার সামছুল আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু হেনা আশিকুর রহমান, দিনাজপুর চেম্বার অপ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম নবী দুলাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক ডাঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব সফিকুল ইসলাম, দিনাজপুর সনাকের সহ-সভাপতি অধ্যক্ষ হাজেরা হাসান, এমবিএসকে’র নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল হান্নান আজাদ প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদ মোহাম্মদ জাকী বলেন, সরকার বিভিন্নভাবে দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা চালাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে দুদক দেশে সক্রিয় রয়েছে।
এদিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উপলক্ষে টিআইবি-সনাক দিনাজপুর জেলা কার্যালয় হতে দুর্নীতিবিরোধী প্লাকাড ও দুর্নীতিবিরোধী ব্যানার সম্বলিত এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। পরে আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভা শেষে সনাকে’র উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং কোর্ট প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও তথ্যপত্র বিতরণ বিষয়ক ক্যাম্পেইন পরিচালিত হয়।
সময় জার্নাল/এলআর