রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি:
৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ১৭১ জন এবং রৌমারী উপজেলায় ২০৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলা দুটির নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র যাচাই বাছাই এর শেষ দিন ছিলো।
রাজীবপুরে উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য নারী পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কোদালকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মোহনগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে, ৮ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন এবং সাধারণ সদস্য পদে ৬০ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাদুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত সদস্য নারী পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ৯ ডিসেম্বর। আপিল ১০-১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২২ সালের ৫ জানুয়ারি।
সময় জার্নাল/এলআর