নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইট বোঝাই ট্রাকের চাপায় রিকশায় থাকা বাবা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টায় চাষাঢ়ায় ডাক বাংলার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলতাফ (৪৫) ও ১৪ বছরের মেয়ে বেলী। তারা সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও মেয়ে রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিলেন। ওই সময়ে ইট বোঝাই একটি ট্রাক রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। আহত হয় রিকশাচালক।
ফতুল্লা মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
সময় জার্নাল/এলআর