সময় জার্নাল ডেস্ক :
কুমিল্লার বরুড়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। শনিবার (১১ ডিসেম্বর) বরুড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বাচ্চাদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কামরুল হাসান।
৪ দিন ব্যাপী ক্যাম্পেইন চলবে আগামী ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।
প্রতিটি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসূল খাওয়ানো হচ্ছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল (এক লক্ষ আই,ইউ)ক্যাপসূল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রংয়ের ক্যাপসূল খাওয়ানো হবে।
সময় জার্নাল/ইএইচ