গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এ ঘোষণা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
শনিবার বিকেলে রিট পিটিশন বিবাদী সরকার জসিম হাইকোর্টের নির্দেশনার বিষয়টি এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বিবাদী জসিম সরকার জানান, বাউশিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন গুয়াগাছিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নতুন বালুচর গ্রামের কেরামত আলীর ছেলে হোসেন মিয়া, নতুন চাষি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওমর আলী পালোয়ান, বালুচর গ্রামের মৃত ওয়াদুদ মুন্সির ছেলে শুকুর আলী এবং নতুন চষি গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে অযৌক্তিক ভিত্তিহীন খোঁড়া অজুহাত দেখিয়ে বাউশিয়া ইউনিয়নের ভোটার হতে চেয়ে হাইকোর্টে মামলার আদেশ দেখিয়ে নির্বাচন কমিশনের অফিসে অসাধু ব্যক্তিদের যোগসাজশে বাউশিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত করে দেন।
পঞ্চম ধাপ-২০২২; ৫ জানুয়ারি গজারিয়া উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ৭ ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষিত হলেও অযৌক্তিক খোঁড়া উল্লেখিত ৪ বাদীর মামলার আদেশে ইউনিয়ন পঞ্চম ধাপ নির্বাচন তফসিল থেকে বঞ্চিত হয় বাউশিয়া ইউনিয়ন। বিষয়টি ব্যক্তিগতভাবে ও বাউশিয়া ইউনিয়নের সকল সচেতন শিক্ষিত মহল ব্যক্তিবর্গের পরামর্শে আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জসিম সরকার বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। হাইকোর্ট যথাযথ প্রক্রিয়ায় শুনানি শেষে উক্ত মামলাটি খারিজ করে দিয়ে ১৫ দিনের মধ্যে বাউশিয়া ইউনিয়নের নির্বাচন তফসিল ঘোষণা করার আদেশ প্রদান করেন নির্বাচন কমিশন কার্যালয় অধিদপ্তরকে।
এ সময় উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান সরকার ,বাউসা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলামিন দেওয়ান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহমেদ রুবেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময় জার্নাল/আরইউ