সময় জার্নাল প্রতিবেদক: জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু জাতির ত্রাণকর্তারূপে আবির্ভূত হয়েছিলেন।
সোমবার (১৩,ডিসেম্বর) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক দেওয়ান নুসরাত জাহান এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম। সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন পঞ্চগড় থেকে খাদেমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় নুসরাত জাহান বলেন, দেশকে এগিয়ে নিতে গেলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
আর্জিনা খানম বলেন,অতীতকে না জানলে ভবিষ্যৎ নির্মাণ করা যায় না। অতীতকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
গবেষক সালেক খান বলেন,বাংলাদেশে আর একটা বঙ্গবন্ধু আমার চাই ।
গবেষক ফাতেমা তুজ-জোহরা লিমা বলেন, অসাম্প্রদায়িক চেতনা, সততা, মানবিকতা, পরমতসহিষ্ণুতা, এসব গুণে সোনার বাংলার সোনার মানুষ হতে বঙ্গবন্ধু পাঠ অবশ্যই দরকার।
খাদেমুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর ত্যাগ, তিতীক্ষা ও সংগ্রামের কাহিনীকে যদি আমরা পড়ি, নিজেরা চর্চা করি, তাহলেই আমরা সত্যিকার অর্থে সোনার মানুষ হতে পারব।
দিপু সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু একজন স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের মানচিত্রের ওপর ভেসে থাকা এক নিষ্পাপ মুখচ্ছবি। বঙ্গবন্ধু অধ্যয়ন অপরিহার্য বলে তিনি মনে করেন।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
আলোচনায় বক্তব্য উপস্থাপন করেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোঃ আবু সালেক খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু , উত্তর কুমিল্লা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন আজাদ, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রফিকুল ইসলাম রলি, চাঁদপুরের মতলব থানা আওয়ামিলীগে'র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং যশোর থেকে নাজমুল হক।
এছাড়াও আলোচনায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা।
সময় জার্নাল/এমআই