ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে নাটোরে ইউনাইটেড প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
সাংবাদিক ইসাহাক আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফজলুর রহমান মহসীন , সাবেক অধ্যক্ষ প্রফেসর সুবিত কুমার মৈত্র ও আব্দুর রাজ্জাক, সচেতন নাগরিক কমিটির নাটোরের সভাপতি রনেন রায়, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল রাজা, সংস্কৃতি কর্মী রফিকুল ইসলাম নান্টু ও সাজিদ হোসেন ঝর্না, ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন, সাংবাদিক হালিম খান ও আব্দুল মজিদ সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে তাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
সময় জার্নাল/এলআর