তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তির কল্যাণে মানুষের অনলাইন নিরাপত্তায় নিত্যনতুন পন্থা যুক্ত হচ্ছে। সাধারণত আমাদের ব্যবহৃত মোবাইল ফোনের নিরাপত্তায় কত রকম লক দেখা যায়। তবে ফোনের ফেসিয়াল রিকগনিশন যে কতটা বিপজ্জনক তার উদাহরণ মিলল চীনে।
হুয়াং নামের এক ব্যক্তি জুয়াতে প্রচুর টাকা হেরে, তা কীভাবে জোগাড় করবেন তার কোনো উপায়ান্ত না পেয়ে শেষে সেই টাকা পেতে হাতিয়ার করেন নিজের প্রেমিকাকে। ওই ব্যক্তি জানতেন তার প্রেমিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে। তা পেতে প্রেমিকার ফোনের লক খোলাটা তার জন্য জরুরী ছিলো।
তবে ফোনে প্রেমিকার ফেসিয়াল রিকগনিশন ফিচার সক্রিয় থাকায় ফোন আনলক করা সম্ভব ছিল না। সুযোগ খুঁজছিলেন হুয়াং। অবশেষে পেয়েও গেলেন। প্রেমিকা যখন গভীর ঘুমে, তখন মোবাইল আনলক করার জন্য তার আঙুলের ছাপ নেন। সেটা দিয়ে প্রেমিকার ফোন খোলেন। কিন্তু ফোন থেকে প্রেমিকার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ খোলার জন্য ফেসিয়াল রিকগনিশন-এর প্রয়োজন ছিল। হাতের ছাপ তো পেয়ে গিয়েছেন, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ায় ফোনের এই ফিচার। তবে সেটাও ভাঙতে খুব একটা বেগ পেতে হয়নি হুয়াংকে। ঘুমে আচ্ছন্ন প্রেমিকার চোখের পাতা তুলে ফোনে স্ক্যান করতেই ব্যাঙ্কের অ্যাপ খুলে যায়।
তারপর সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেন। এবং অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে আত্মগোপনে চলে যান হুয়াং। পরে এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন হুয়াংয়ের প্রেমিকা। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। এই অপরাধে বিচারক হুয়াংকে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা করেন এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন। - ডেইলি মেইল।
সময় জার্নাল/এসএ