বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

কুড়িগ্রামে কারিগরি শিক্ষা ও আগামীর বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
কুড়িগ্রামে কারিগরি শিক্ষা ও আগামীর বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে স্থানীয় অংশীজনদের সাথে ‘দক্ষতা ভিত্তিক কারিগরি শিক্ষা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। 

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ড. নুরে আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: কাজিউল ইসলাম। এতে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌশলী মো: জহিরুল ইসলাম।

রেজিস্ট্রার ইন চার্জ মো: ফজলুল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ ইনস্ট্রাক্টর আবু সাইম জাহান, ভিশন পলিটেকনিকের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মঞ্জুরুল হক, কুড়িগ্রাম রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়েজ উদ্দিন, শিক্ষার্থী আপন প্রমুখ।  

বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে প্রযুক্তির বাংলাদেশ ও দক্ষতার বাংলাদেশ। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে হবে। বাংলাদেশে কারিগরি শিক্ষার হার অন্তত: ৬০ শতাংশে উন্নিত করার মহা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল