বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
এই বাংলায়
তোমাকে শোনাবো খরস্রোতা সেই নদীটার কথা,
যার উত্তাল ঢেউ পেরোলেই তুমি দেখবে,
এক সবুজ বনানী।
তোমাকে শোনাবো অসীম সাহসী মাঝিটার কথা,
ছোট্ট ডিঙিকে সম্বল করে,
পাল তুলে দেয় গভীর সাগরে।
তোমাকে শোনাবো ছোট্ট আদুরে পাখিটার কথা,
রোজ ভোরে যে আযানের সুরে সুর মিলিয়ে,
গান গেয়ে যায় গোটা পাড়াময়।
তোমাকেই আমি সোনা সোনা মুখ
শিশুটার কথা শোনাবো,
কুয়াশা মাখানো ঘোর লাগা ভোরে,
মসজিদে ছোটে আমপারা হাতে।
তোমাকে শোনাবো এক মুঠো ভেজা মাটির গল্প,
যার বুকে আজও ঘুমিয়ে রয়েছে,
শতসহস্র টগবগে প্রাণ।
এ মাটির এই শুদ্ধ সুবাস,
এ যেন কেবলই সে প্রাণের দান।
তোমাকে একটা ঝিলিমিলি রঙা গাঁয়ের গল্প শোনাবো,
যেখানে মমতা মিলেমিশে থাকে
মায়ের আঁচলে, ঘোমটার ফাঁকে।
সকলই তোমাকে দেখাবো বন্ধু
একবার যদি পেরিয়ে সিন্ধু পা রাখো তুমি,
এই বাংলায়।