বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১
মিজানুর রহমান: রাজধানীর উত্তরখানে গত বুধবার ১৫ই ডিসেম্বর দারুত তাকওয়া হিফজ মাদরাসা আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামি মহা সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান চৌধুরী।
তিনি আরো বলেন উপমহাদেশের ভারত বর্ষে কাওমি মাদ্রাসার আলেমরাই দায়ীর কাজ করে আসছেন। সন্ত্রাস দূর্নীতি মুক্ত করতে হলে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মনের ভিতর আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। তবেই সন্ত্রাস দূর্নীতি মুক্ত করা সম্ভব।
তিনি বলেন আমি কারো বিরোধিতা করছি না তবে যাহারা ইসলামের নামে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত তাহারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।এসময় অতিথীদের মধ্যে আরো উপস্হিত ছিলেন, আল্লামা রুহুল আমীন খান উজানবী,আল্লামা মুফতি মনিরুজ্জামান রব্বানী, আল্লামা শায়েখ হাসান জামিল,আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারী,মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা,মুফতি বোরহান উদ্দিন আল আজিজি, মাওলানা ইব্রাহীম খান আজাদী, ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, মাহমুদুল হাছান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি তাজুল ইসলাম, চেয়ারম্যান, দারুত তাকওয়া শিক্ষা পরিবার।এসময় সদ্য হিফয করা হাফেজদেরকে সমাপনী সনদ বিতরণ ও পাগড়ি প্রদান করা হয়।
সময় জার্নাল/এলআর