আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি।
গ্রহ নক্ষত্রের মতো আয়ু আমাদের নেই।
বোধ বুদ্ধি অভিজ্ঞতা জ্ঞানের পরিধি বাড়তে থাকে,
এমন সময়ই আমাদের মৃত্যুর সময় হয়ে যায়।
কেউ আগে যায়, কেউ পরে যায়, কিন্তু যায়।
আমাদের বেঁচে থাকার সময়ে বেশ কিছু মুহূর্ত পাই জীবনে ।
জীবনের সম্পদ হয়ে ওঠে সেই মুহূর্তগুলো।
জীবনকে অর্থপূর্ণ করে যেতে পারি অনেকেই।
যার যার নিজের মতো করে অর্থপূর্ণ।
সবই কালের স্রোতে ভেসে যায়, কিন্তু যতদিন মস্তিষ্ক সতেজ,
ততদিন সেই মস্তিষ্ক সুখ দিয়ে যায়, জীবনকে অর্থপূর্ণ করার সুখ।
একসময় পূর্ববঙ্গে কত প্রতিভাবান মানুষের জন্ম হয়েছে।
বিখ্যাত বাঙালি কবি সাহিত্যিক, গীতিকার সুরকার,
শিল্পী সঙ্গীতজ্ঞ , বিজ্ঞানী দার্শনিক , লেখক গবেষক,
চলচ্চিত্র-নির্মাতা, থিয়েটার বিশেষজ্ঞ --- এঁদের অধিকাংশরই তো পূর্ববঙ্গে জন্ম,
অথবা অধিকাংশের শেকড় পূর্ববঙ্গে।
উর্বর ভূমিটি এখন যাদের জন্ম দিচ্ছে তাদের অধিকাংশই গণ্ডমূর্খ, প্রতিভাহীন ।
এটা সত্য যে মাটি মানুষকে জন্ম দেয় না।
পরিবেশ প্রতিবেশ, শিক্ষা সংস্কৃতি মানুষকে জন্ম দেয়, মানুষকে গড়ে তোলে।