সময় জার্নাল প্রতিবেদক :
অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কুমিল্লা মেডিক্যাল কলেজের RT-PCR Lab এ কর্মরত চিকিৎসকদের সম্মাননা জানিয়েছে কুমিল্লা বিএমএ।
মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লা ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিএমএ’র সহ-সভাপতি ও কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালিত ডাঃ মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইজাজুল হক, কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ মীর মোবারক হোসাইন (দিগন্ত), কুমিল্লা বিএমএ-র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান জসীম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুমিল্লা স্বাচিপের সংগ্রামী সাধারণ ডাঃ মোরশেদুল আলম মোর্শেদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিক্যাল কলেজের উপপরিচালক ডাঃ সাজেদা বেগম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ শাহদাৎ হোসেন,বিপিএমপিএ কুমিল্লার সভাপতি ডাঃ একেএম আব্দুস সেলিম, ডাঃ জহিরুল ইসলাম বাদল, ডাঃ তৌফিকুন নবী খান লিটন, ডাঃ এইচ এম শহীদ, ডাঃ মোঃ আতোয়ার, ডাঃ সুজিত কুমার সাহা, ডাঃ মোঃ আব্দুল আউয়াল সোহেল, ডাঃ মোঃ আলী টিপু, ডাঃ কামরুল হাসান সোহেল, ডাঃ মোঃ মনির হোসেন, ডাঃ পলাশ দে, ডাঃ মীর্জা সিরাজুল ইসলাম, ডাঃ নাসরিন আক্তার পপি, ডাঃ রাসেল আহমেদ, ডাঃ সাব্বির আহমেদ সিদ্দীকি, ডাঃ ফয়সাল সহ কুমিল্লা বিএমএ-র অন্যান্য চিকিৎসক নেতা,কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা করোনা মহামারীকালে কুমিল্লা মেডিক্যাল কলেজের RT-PCR Lab এ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের প্রতি কুমিল্লার মানুষ কৃতজ্ঞ। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কুমিল্লা জেলার জনগণের করোনা টেস্টের রিপোর্ট যথাসময়ে পাচ্ছেন। যারা করোনা পজিটিভ হচ্ছে তাদের চিকিৎসা দ্রুততর সময়ে শুরু করা যাচ্ছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময়েও তাদের আন্তরিক সেবা চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন সবাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বিএমএ-র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান জসীম, কুমিল্লা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইজাজুল হক, কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ মোঃ মীর মোবারক হোসাইন (দিগন্ত), কুমিল্লা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান, সহকারী অধ্যাপক ডাঃ রোকসানা আক্তার, মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ডাঃ কান্তি প্রিয় দাস, ডাঃ আবু মোঃ সায়েম,জুনিয়র কনসালটেন্ট (প্যাথলজি), প্রধান অতিথি কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন ও সভাপতি ডাঃ মোঃ কলিম উল্লাহ।
বক্তারা করোনা মহামারী মোকাবিলায় কুমিল্লা বিএমএ-র নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। কুমিল্লা বিএমএ করোনার শুরু থেকেই কুমিল্লার চিকিৎসকদের জন্য পিপিই, এন-৯৫,কে এন-৯৫ মাস্ক, কুমিল্লা মেডিক্যাল কলেজে RT-PCR Lab স্থাপন, RT-PCR মেশিন আনা, কুমিল্লা মেডিক্যাল কলেজের জন্য ১৮টি হাই ন্যাজাল ফ্লো ক্যানুলা, কুমিল্লা মেডিক্যাল কলেজে করোনা ডেডিকেটেড ইউনিট চালু,১৮ শয্যার কোভিড আইসিইউ ইউনিট চালু, চিকিৎসক ও নার্সদের কোয়ারান্টাইন নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পেছনে অগ্রণী ভূমিকা পালন করে।
করোনা মোকাবিলায় কুমিল্লা জেলার মানুষদের সেবা নিশ্চিত করার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে করোনা ডেডিকেটেড ইউনিট চালু করা এবং কুমিল্লা মেডিক্যাল কলেজে RT-PCR Lab চালু ও RT-PCR Machine, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার ব্যবস্থা করে দেয়ার জন্য কুমিল্লার গণমানুষের নেতা, কুমিল্লা-৬ আসনের মাননীয় সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ও মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান।
বক্তারা সবাই করোনা মোকাবিলায় কুমিল্লা মেডিক্যাল কলেজের প্রাক্তন পরিচালক ডাঃ মুজিব রাহমান এর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।কুমিল্লা মেডিকেল কলেজে করোনা ডেডিকেটেড ওয়ার্ড, কোভিড,নন-কোভিড ওয়ার্ড চালু। আইসিইউ চালু, আর টি পিসি আর ল্যাব চালু সহ আরো অনেক কাজে তার অবদানের কথা সবাই তাদের বক্তব্যে তুলে ধরেন।
বক্তৃতা পর্ব শেষে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় ডাঃ কান্তি প্রিয় দাস, ডাঃ রোকসানা আক্তার, ডাঃ পিংকী সাহা, ডাঃ ওয়াহিদা খানম শম্পা, ডাঃ তানিয়া সুলতানা, ডাঃ অন্যন্যা ফেরদৌস, ডাঃ তাহমিনা আক্তার, ডাঃ মোঃ আশিকুর রহমান, ডাঃ মোঃ শরীফ উদ্দিন, ডাঃ আবু মোঃ সায়েম, ডাঃ আবু নাঈম, ডাঃ আল আমিন, ডাঃ রাকিব, ডাঃ নাজমুল হাসান কে সম্মাননা জানানো হয়। সম্মাননা শেষে সবার জন্য ডিনারের আয়োজন ও ছিল।