সময় জার্নাল প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে স্থানীয় নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে এবং আসন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থী এরশাদসহ (৩০) দুজন নিহত হয়েছেন। উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত অপরজন হলেন নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)।
নাটঘর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, গতকাল শুক্রবার এরশাদ ও বাদলসহ কয়েকজন স্থানীয় কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। সেখান থেকে রাতে মোটরসাইকেলে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা এরশাদ ও বাদলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বাদল। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এরশাদ। পরে এরশাদকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে।
সময় জার্নাল/ এসএ