মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি ( দিনাজপুর):
বাংলাদেশ ৫১ তম মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।
মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান কর্মসূচি গ্রহন করে। তার অংশ হিসেবে আজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সোমালিয়া, নাইজেরিয়া ইথিওপিয়া ভারত ও নেপাল থেকে আগত শিক্ষার্থীরা । এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উল্লেখ্য ইউজিসির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সর্বোচ্চ বিদেশী শিক্ষার্থী পড়াশোনা করে।
সময় জার্নাল/এলআর