শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে সকল শহীদের প্রতি হাবিপ্রবি বিদেশি শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১
বিজয় দিবসে সকল শহীদের প্রতি হাবিপ্রবি বিদেশি শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি ( দিনাজপুর):

বাংলাদেশ ৫১ তম মহান বিজয় দিবসে  মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি  অর্পণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।

মহান জাতীয় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান কর্মসূচি গ্রহন করে।  তার অংশ হিসেবে  আজ  সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি  পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন সোমালিয়া, নাইজেরিয়া ইথিওপিয়া ভারত ও নেপাল থেকে আগত শিক্ষার্থীরা । এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

উল্লেখ্য ইউজিসির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের  বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২য় সর্বোচ্চ বিদেশী শিক্ষার্থী পড়াশোনা করে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল