নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপ ভ্যানের চাপায় সাব্বিনা আক্তার মিতু (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার চাষীরহাট মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের ভুঁইয়া বাড়ির মর্তুজা ভুঁইয়ার মেয়ে। তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
জানা গেছে, মিতু পোরকরা গ্রামের নানার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ঢাকা যাওয়ার জন্য ঢাকা-নোয়াখালী প্রধান সড়কের পাশে মোল্লা বাড়ির সামনে অপেক্ষা করছিলেন। এ সময় ইটভর্তি একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মিতু মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
সময় জার্নাল/এলআর