রাবি প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
রবিবার (১৯ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জাদ বকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর এই উৎসব অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে(টিএসসিসি) অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মলয় ভৌমিক, ডা. এফ এম এ জাহিদ সহ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিনা দর্শনীতে এসব চলচ্চিত্র উপভোগ করা যাবে।
সময় জার্নাল/আরইউ