সময় জার্নাল প্রতিবেদক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও কী পরিমাণে ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
চর্ম, যৌন ও মানসিকসহ ৭ ধরনের রোগীদের ওয়ার্ড রয়েছে তৃতীয় তলায়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস।
সময় জার্নাল/এসএ