সময় জার্নাল প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন্স (বিএইউএস) এর যৌথ উদ্যোগে রোবটিক সার্জারি ও ল্যাপারোস্কপি বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এ সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন্স (বিএইউএস) এর সভাপতি অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেটন হল ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুল, ক্লিফটন এর সহযোগী অধ্যাপক ডা. মোতাহার আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন্স (বিএইউএস) এর মহাসচিব অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দিপু এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক অধিবেশন ও ওয়ার্কশপে দেশের ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও ইউরোলজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সকল ধরণের উন্নতমানের সার্জারির ব্যবস্থা রয়েছে। তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে যাতে করে সব ধরণের সার্জারিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারসহ বিশ্বমানের সার্জারিসহ চিকিৎসাসেবা প্রদান করা যায় তা নিশ্চিত করা হবে। এর একটাই লক্ষ্য ভিআইপি থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ অর্থাৎ সকল রোগীরা দেশেই যাতে চিকিৎসাসেবা নেন এবং চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে যেতে না হয় সেটা বাস্তবায়ন করা।
এমআই