মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
হিলি স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কাজে নিয়েজিত শ্রমিকদের নিয়ে “পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করণ” বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় এঅওঘ ইধহমষধফবংয এর সহযোগীতায় বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের শ্রম অধিদপ্তরের উদ্দোগে এই সভার আয়োজন করা হয়।
পানামা হিলি পোর্টের সভা কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের পরিচালক গিয়াস উদ্দিন, শ্রম অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক আবুল বাসার, সহকারী পরিচালক সোহেল আজমির প্রমুখ।
বন্দরের পণ্য লোড-আনলোড কাজে নিয়েজিত সকল কুশি শ্রমিকরা সভায় অংশ গ্রহণ করে।
এছাড়াও বাংলাদেশ স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট রাসেল শেখ, পানামা হিলি পোর্টের সহাকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল, সোহরাব হোসেন প্রতাব প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর