শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোড়েলগঞ্জে মসজিদ ভিত্তিক পাঠাগারে কুরআনের ছবক অনুষ্ঠান

সোমবার, ডিসেম্বর ২০, ২০২১
মোড়েলগঞ্জে মসজিদ ভিত্তিক পাঠাগারে কুরআনের ছবক অনুষ্ঠান

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের থানা জামে মসজিদে সোমবার সকালে মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারে কুরআন প্রথম ছবক অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

পাঠাগারের সভাপতি মো.আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আবুল হাসান, হাফেজ মো. নূরুজ্জামান, মোড়েলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, থানা জামে মসজিদ কমিটির যুগ্ন সম্পাদক আবদুর রহমান  প্রমুখ। 
 
মসজিদ ভিত্তিক ইসলামী পাঠাগারের প্রধান শিক্ষক ও থানা জামে মসজিদের মোয়াজ্জেম মো. সিরাজুল ইসলামের পরিচালনায় সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।  প্রথম ছবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী । এতে কুরআন থেকে তেলওয়াত ও গজল পেশ করেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল