মাহবুবুর হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল হাকিম ও ফজলে রাব্বি সাধারণ সম্পাদক পদে র্নিবাচিত হয়েছেন। ২২টি পদের মধ্যে দপ্তর ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন আগেই নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে উট প্রতিকে ২১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হাকিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সাইফুর রাজ চৌধুরী ছাতা প্রতিকে পেয়েছেন ১১২৪ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ দুইজন নির্বাচিত হয়েছেন। মোঃ এনামুল হক পানি জাহাজ প্রতিকে ২৪০৮ ভোট পেয়ে ও আলহাজ¦ মোঃ তৈয়ব আলী ট্রাক্টর প্রতিক ১৩৬০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বি অন্য দুই প্রার্থী মোঃ আফজাল হোসেন পেয়েছেন ৮৯২ ভোট ও মোঃ সোহরাব আলী পেয়েছেন ৭০৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতিকে সর্বোচ্চ ২৪২২ ভোট পেয়ে চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন মোঃ ফজলে রাব্বি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ হিরু গোলাপফুল প্রতিকে পেয়েছেন ১৪২৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন মুন্না কুড়াল প্রতিকে ১৪৬৮ ভোট পেয়ে পূণঃনির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহিনুর ইসলাম গাভী প্রতিকে পেয়েছেন ১২২২ ভোট।
নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিপুলষংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
সময় জার্নাল/এলআর