নিজস্ব প্রতিবেদক। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মো. সোহাগ ও মো. সাইদুর রহমান ওরফে সাইদ। মঙ্গলবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শফিকুল ইসলাম জানান, বিমানবন্দরের গোলচত্বর এলাকার পূর্বপাশে ঢাকা-ময়মসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের সামনে দুজন ব্যক্তির কাছে মাদক আছে বলে তথ্য পাই। পরে সেখানে অভিযান চালানো হয়।
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
সময় জার্নাল/আরইউ