বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোড়েলগঞ্জে কালের কন্ঠ শুভ সংঘের উদ্যোগে বুধবার বিকেলে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম , থানা অফিসার ইন চার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ।
সহযোগীতায় ছিলেন, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সদস্য জীবন, রাফি, জেবিন ও কালের কন্ঠ মোড়েলগঞ্জ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা। উপজেলা পৌর সদর সহ ১৬ ইউনিয়নের সাড়ে ৩ শ’ দুস্থ ও অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয় ।
সময় জার্নাল/এলআর