বুধবার, ডিসেম্বর ২২, ২০২১
মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামে গোলাম রসুল ডাবলু নামের এক ব্যক্তিকে নির্যাতন চালিয়ে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাদেরকে শ্রীউলা গ্রাম থেকে আটক করে।
আটককৃতা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আকতারুজ্জামান লিটু, একই গ্রামের মৃত. নিজাম উদ্দীনের ছেলে নাজমুল হুদা খোকন এবং আবু বক্কর সরদারের ছেলে পলাশ সরদার।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর বলেন, আটককৃতের আচারণ সন্দেহ জনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উলে¬খ্য: গত ১৬ ডিসেম্বর সকালে আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের রাসেদের চিংড়ি ঘের থেকে কোহিনুর সরদারের ছেলে মাদকাসক্ত গোলাম রসুল সরদার ওরফে ডাবলু (২৭) এর লাশ উদ্ধার করে পুলিশ। ডাবলুর দু'চোখ, কপাল গলা, বাম পায়ের হাঁটুর নীচে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের ভাই বাবলু সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সময় জার্নাল/এলআর